সাহিত্য
নিঠুর পৃথিবীর প্রখর বাস্তবতার
আমার মা

এ্যাডঃ শাতিল মাহমুদ
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
নিঠুর পৃথিবীর প্রখর বাস্তবতার
দগদগে আগুনে যখন হই ঝলসিত,
মুমূর্ষু ক্লান্ত।
ফিরে যাই আমার মায়ের
ভালবাসায় টানানো দূর্ভেদ্য তাঁবুতে,
যেখানে প্রবেশ নিষিদ্ধ
হতাশা আর প্রবঞ্চণার বহুরূপী
প্রেতদের।
স্বার্থবাদী নারীদের প্রচন্ড প্রতারণায়
যখন হই বীতশ্রদ্ধ
নারী জাতির প্রতি।
আশ্রয় নিই
আমার মায়ের সুনিশ্চিত কোলে;
যেখানে খুঁজে পাই
নির্ভেজাল বিশ্বাসের চুড়ান্ত গ্যারান্টি।
অপলক দৃষ্টিতে চেয়ে দেখি,
আদর্শ নারী -আমার মা;
চার্জিত হয় হারানো শ্রদ্ধা।
(কাব্যগ্রন্থঃ পাতা ছেঁড়া ডায়েরী)
১৮৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর