জাতীয়রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
তিন ঘণ্টার চেষ্টায় হাজারীবাগে ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার।
তিনি বলেন, আজ দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লাগলে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শাহজাহান সিকদার আরও বলেন, ৭ তলা ভবনের ৫ তলায় এ আগুন লাগে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাজারীবাগ বাজার
ট্যানারি গোডাউন
আগুন
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর