রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ ৫:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান রেস্তোরাঁ মালিক সমিতির আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতিতে হোটেল-রেস্তোঁরায় ক্রেতার সমাগম খুব কম, তার ওপর বান্দরবানে এমনিতেই পর্যটক কম আর হোটেল-রেস্তোঁরায় বিক্রি কমে গেছে। এসময় বক্তারা আরো বলেন, বর্তমান এই পরিস্থিতিতে রেস্তোঁরায় ১৫ শতাংশ ভ্যাট ও ১০শতাংশ শুল্ক আরোপ করা অযৌক্তিক।
এসময় মানববন্ধনে বক্তারা অবিলম্বে রেস্তোঁরায় ১৫শতাংশ ভ্যাট ও ১০শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবী জানান। নতুন বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা না হলে আগামীতে সকল রেস্তোঁরা বন্ধসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণের হুশিয়ারি দেন সমিতির নেতৃবৃন্দরা।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি বান্দরবান জেলার সভাপতি গিয়াস উদ্দীন মাস্টার, সাধারণ সম্পাদক অনুরোধ দাশসহ সংগঠনটির সদস্য নিপু বড়ুয়া, আবু তৈয়ব চৌধুরীসহ বান্দরবান জেলার বিভিন্ন রেস্টুরেন্ট,বেকারী সুইটমিটস ও রেস্তোঁরার মালিক ও শ্রমিকরা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজনকারী।
১০৭ বার পড়া হয়েছে