দেশে আবারও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ ২:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে এ কথা জানান, অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, আগামী শনিবারের (১৮ জানুয়ারি) পর থেকে তাপমাত্রা কমে যাবে সেটা একপ্রকার নিশ্চিত। তবে শৈত্যপ্রবাহ হবে কি না, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে। তাপমাত্রা কমে আসতে শুরু করলে তা মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের দিকে চলে যেতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, শনিবারের পর বা রোববার (১৯ জানুয়ারি) থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। সেই সময় মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। ওই সময় দুই থেকে তিনদিন তাপমাত্রা কম থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল ওই একই স্থানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১১২ বার পড়া হয়েছে