সারাদেশযশোরের বেনাপোলে বিজিবি'র অভিযানে বিদেশি মদ, শাড়ী, কম্বল, কসমেটিক্স, তৈরী পোশাকসহ বিভিন্ন পণ্য ও দুইজন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বেনাপোলে বিজিবি'র অভিযানে ভারতীয় পণ্যসহ ২ জন আটক
বেনাপোল প্রতিনিধি
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের বেনাপোলে বিজিবি'র অভিযানে বিদেশি মদ, শাড়ী, কম্বল, কসমেটিক্স, তৈরী পোশাকসহ বিভিন্ন পণ্য ও দুইজন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটকৃতরা হলেন, বাগেরহাট জেলার বুড়ি গাংনী গ্রামের আয়েত আলী বিশ্বাসের মেয়ে হাসি খানম (৩৫) ও একই এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ (১০)।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি'র নেতৃত্বে শিকারপুর বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ২ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে। এছাড়া তাদের সাথে থাকা ৩ লাখ ৪৪ হাজার ৯৪০ টাকা মূল্যের বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, তৈরি পোশাক, থ্রি পিস, বিছানার চাদর, পান মসলা, বিড়ি, সিগারেট, ওষুধ ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
বেনাপোল
বিজিবি
পণ্য
ভারত
আটক
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর