ডাকাতের ছুরিকাঘাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলি খান
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ ৫:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুম্বইয়ে নিজ বাড়িতেই দুর্বৃত্তদের হামলার শিকার হয় বলিউড অভিনেতা জনপ্রিয় মুখ সাইফ আলি খান।
বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন।
বান্দ্রা থানায় এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, সাইফ আলী খান তার স্ত্রী কারিনা কাপুর, ছেলে তৈমুর ও জেহের সঙ্গে ঘুমাচ্ছিলেন, এমন সময় দুষ্কৃতকারী তার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সাইফ আলী খান ও ওই দুষ্কৃতকারীর মধ্যে ধস্তাধস্তি হয়। পরে ওই ব্যক্তি সাইফ আলী খানকে একাধিক ছুরিকাঘাত করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়। প্রাথমিকভাবে স্ত্রী কারিনা ও তার দুই ছেলে নিরাপদ রয়েছে বলে জানা গেছে। কিন্তু গুরুতর আহত অবস্থায় অভিনেতা সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুষ্কৃতকারী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এবং তার পরিবারের সদস্যরা। জানা গেছে, ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলি খানে বাড়ি। এই বাড়িতেই থাকেন অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।
১১০ বার পড়া হয়েছে