সর্বশেষ

জাতীয়

২৮ মাদক মামলার আাসামি, চিহ্নিত মাদক কারবারি মিনারা বেগমকে গাঁজাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর লালবাগ থানা এলাকা হতে ২৮টি মাদক মামলার এজাহারনামীয় আসামি মোসাঃ মিনারা বেগমকে (৪৯) গাঁজাসহ গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ। এসময় তার সহযোগী তিশা আক্তারকেও (২০) গ্রেফতার করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পোনে ৭টার দিকে লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

লালবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় লালবাগ থানার একটি টহল টিম লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড এলাকার ওয়েল ফুড দোকানের সামনে রাস্তায় চেকপোস্ট ডিউটি করছিলো। চেকপোস্ট চলাকালীন গতিবিধি সন্দেহজনক হওয়ায় মিনারা বেগম ও তিশা আক্তারকে আটক করে তাদের দেহ তল্লাশী করে সর্বমোট ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন স্থান গাঁজা সংগ্রহ করে লালবাগ ও নিউমাকের্ট এলাকায় বিক্রয় করতো। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত মিনারা বেগমের বিরুদ্ধে ডিএমপির নিউমার্কেট থানায় ২৮টি মাদক মামলা রয়েছে ।

গ্রেফকারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক কারবারি
মিনারা বেগম

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন