জাতীয়রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছিনতাই, ডাকাতিসহ চার মামলার আসামি সিয়াম (২৩) সহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
ছিনতাই, ডাকাতিসহ চার মামলার আসামি সিয়ামসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ ২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছিনতাই, ডাকাতিসহ চার মামলার আসামি সিয়াম (২৩) সহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
অপর গ্রেফতারকৃতের নাম- মোঃ রনি (১৯)।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১১ জানুয়ারি) ভোরে মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মতিঝিল থানার একটি দল সিয়াম ও রনিকে গ্রেফতার করে।
মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা মতিঝিল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে মতিঝিলসহ বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতিসহ চারটি মামলা ও অপর গ্রেফতারকৃত মোঃ রনির নামে মতিঝিল থানায় একটি ছিনতাইয়ের মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চার মামলা
দুই ছিনতাইকারী
১০২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর