সর্বশেষ

জাতীয়

৩৯ টি চোরাই মোবাইল, ১টি ল্যাপটপ ও ২টি ঘড়িসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্য গ্রেফতার 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল, ল্যাপটপ, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মাজহারুল ইসলাম (৩৫), মো: জসীম উদ্দিন (৩৮),  সাইফুল ইসলাম (৩২) ও  মো: কালাম চোধুরী (৪০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৯টি চোরাই মোবাইল, একটি চোরাই ল্যাপটপ, দুটি চোরাই ঘড়ি এবং বেশ কিছু মোবাইল কভার ও স্ক্রিন প্রটেক্টর উদ্ধার করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে শনির আখড়ার শেকদির একটি বাসা থেকে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে শনির আখড়া থেকে জসীম উদ্দিনকে ও গুলিস্তান থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলামের দেয়া তথ্যমতে পরবর্তীতে যাত্রাবাড়ী থেকে কালাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৩৯ টি চোরাই মোবাইল, একটি চোরাই ল্যাপটপ, দুটি চোরাই ঘড়ি এবং বেশ কিছু মোবাইল কভার ও স্ক্রিন প্রটেক্টর উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মেলা, ওয়াজ মাহফিল ও জনসভা হতে কৌশলে মোবাইল চুরি করতো। পরবর্তী সময়ে সেগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করতো। এছাড়াও তারা চোরাই মোবাইল, ঘড়ি এবং ল্যাপটপ ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

চোরাই মোবাইল
চোর চক্র
চার সদস্য
ডিবি

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন