সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় ফুলকপির বাম্পার ফলন, কিন্তু দামে অসন্তুষ্ট কৃষক

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি

বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁয় বাজারে বাজারে চাষীরা প্রতিটি  ফুলকপি বিক্রি করছেন সর্বনিম্ন আটা আনা করে। আবার কেউ কেউ অপেক্ষা করেও ক্রেতার দেখা পাচ্ছেন না। লাভের আশায় গত বছরের চেয়ে বেশি ফলন করেছে চাষীরা।

কিন্তু ফুলকপির দাম যা দাঁড়িয়েছে তাতে লাভ তো দূরে থাক, আসলও উঠে আসছে না। সবজির দামে ভোক্তারা স্বস্তি পেলেও খরচের টাকা তুলতে না পেরে চিন্তায় আছেন তারা। মৌসুমের শুরুতে আগাম জাতীয় এ সবজির উৎপাদন কম থাকায় দাম ছিল বেশ চড়া। বর্তমানে উৎপাদনের পরিমাণ বেশি হওয়ায় বাজারে এমন ধস নেমেছে বলে মনে করছেন তারা।

চাষীদের মতে,  এক বিঘা জমিতে ফুলকপি চাষ করতে ১৭ থেকে ১৮ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু  ১ বা ২ টাকা করে ফুলকপি বিক্রি হওয়ায় এখন ক্ষতির মুখে পড়েছেন চাষীরা।  

এদিকে, নওগাঁ কৃষিবিপণন কর্মকর্তা জানান,   চাহিদার চেয়ে জোগান বেশি হয়ে যাওয়ায় ক্রেতার সংখ্যা কম। তাই দাম কম পাচ্ছে কৃষকরা।

সুপারশপ 'স্বপ্ন'র মাধ্যমে বিভিন্ন জেলায় বিক্রি করার চেষ্টা চলছে বলে, জানান তিনি। 

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন