সর্বশেষ

আন্তর্জাতিক

সৌদি আরবে রেকর্ড পরিমান বৃষ্টি-বন্যা, দেশজুড়ে হাই রেড অ্যালার্ট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের বিভিন্ন শহরে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। নিম্নচাপে টানা মুষলধারে বৃষ্টিপাতের কারণে এই বন্যা দেখা দিয়েছে। এতে দেশের বেশ কয়েকটি শহরের রাস্তা এবং আশেপাশে ছড়িয়ে পড়েছে বন্যার পানি।

এই নিম্নচাপ কয়েকদিন অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।


এ অবস্থায় মঙ্গলবার (৭ জানুয়ারি) ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মক্কা ও মদিনায় 'হাই রেড অ্যালার্ট' জারি করেছে। এছাড়া পূর্বাঞ্চলের শহরগুলোতে জারি হয়েছে 'হাই রেড অ্যালার্ট'। বিশেষ করে রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে বাসিন্দাদের শুধু সতর্ক করা হয়েছে।


সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত কার্যক্রম নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলোর জন্য সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে। সৌদির উদ্ধার কর্তৃপক্ষও প্রস্তুতি জোরদার করেছে।

বৃষ্টি ও বন্যায় উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি
রেকর্ড
বৃষ্টি-বন্যা
হাই রেড অ্যালার্ট

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন