জাতীয়গত বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। ব্যাংকগুলোতে ডলারের সংকট সম্পর্কে যে তথ্য শোনা যাচ্ছে, তা সঠিক নয়। ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই, এমনটাই জানালেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে, ডলার সংকট নেই : বাণিজ্য উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গত বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। ব্যাংকগুলোতে ডলারের সংকট সম্পর্কে যে তথ্য শোনা যাচ্ছে, তা সঠিক নয়। ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই, এমনটাই জানালেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি আরো বলেন, পাশাপাশি রপ্তানি প্রায় ১৭ শতাংশ বেড়েছে। প্রথমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রমে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে তা স্বীকার করে নেওয়া দরকার ছিল। তা আমরা করেছি। সেটা দূর করতে ডিজিটালাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি।
বুধবার (০৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ইতোমধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।
রেমিট্যান্স
ডলার
বাণিজ্য
উপদেষ্টা
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর