জাতীয়কাউন্সিলরদের সরাসরি ভোটে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের মিরপুর অঞ্চলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সরকারি বাঙলা কলেজের রেঞ্জার মুক্তা ইসলাম মাহি এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন রেঞ্জার অবনী জাহান মিম।
মাহি ও অবনীর হাতে গার্ল গাইডস মিরপুরের চাবি
স্টাফ রিপোর্টার
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কাউন্সিলরদের সরাসরি ভোটে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের মিরপুর অঞ্চলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সরকারি বাঙলা কলেজের রেঞ্জার মুক্তা ইসলাম মাহি এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন রেঞ্জার অবনী জাহান মিম।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সরকারি বাঙলা কলেজে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের মিরপুর অঞ্চল কাউন্সিলে ভোটের মাধ্যমে নির্বাচিত হোন তারা।
নেতৃত্ব নির্বাচনের এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও দায়িত্ববোধের প্রতিফলন ঘটাবে জানিয়ে মিরপুর অঞ্চলের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত মুক্তা ইসলাম মাহি এবং অবনী জাহান মিম।
কাউন্সিলে উপস্থিত ছিলেন- রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশান ইসলাম, অতিরিক্ত আঞ্চলিক কমিশনার ইয়াসমিন আখতার বানু এবং মিরপুর জেলা কমিশনার শাহনাজ বেগম মকুল।
এছাড়াও শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং শেখ ফজিলাতুন্নেসা কলেজের গাইডাররা এতে অংশ নেন।
মাহি ও অবনী
গার্ল গাইডস
মিরপুরের চাবি
৩১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর