লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, বহু বাড়িঘর ধ্বংস, ৩০ হাজার মানুষের নিরাপদ অবস্থান
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ৩:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় চলছে বিধ্বংসী দাবানল।
এরই মধ্যে চলমান এ দাবানলে বহু বাড়ি ধ্বংস হয়েছে। ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই দাবানলের ফলে গোটা লস অ্যাঞ্জেলেস এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী পরিস্থিতি সামলাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দাবানলের কারণে প্রেসিডেন্ট জো বাইডেনের এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইট বাতিল করতে হয়েছে। তিনি কোচেল্লা ভ্যালির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করলেও তা স্থগিত করা হয়েছে।ঘন ধোঁয়ার মেঘ গোটা মেট্রোপলিটন এলাকাকে ঢেকে ফেলেছে।
স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সান্তা মনিকা এবং মালিবুর মধ্যবর্তী প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ২,৯২১ একর জমি (১,১৮২ হেক্টর) দাবানলে পুড়ে গেছে। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার পর প্রচণ্ড বাতাস দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
১১০ বার পড়া হয়েছে