আন্তর্জাতিকচীনের তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ১২৬ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
তিব্বতে বেড়েই চলছে নিহতের সংখ্যা, এখন পর্যন্ত ১২৬ মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ৩:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চীনের তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ১২৬ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে, যা পার্বত্য অঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। খবর রয়টার্সের।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) বলেছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ নেপালের সীমান্তবর্তী তিব্বতের ডিংরি কাউন্টি।
সিইএনসি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই ভূকম্পন অনুভূত হয়। এ ছাড়া ভারতের বিভিন্ন অংশে ভূকম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তিব্বত
নিহত
ভূমিকম্প
মরদেহ
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর