আইন-আদালতগণআন্দোলনে হত্যার অভিযোগে করা মামলায় যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীল আল সাইফুল সোহাগকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগের এক দিনের রিমান্ড মঞ্জুর
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ১:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গণআন্দোলনে হত্যার অভিযোগে করা মামলায় যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীল আল সাইফুল সোহাগকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মঙ্গলবার শুনানি শেষে মহানগর হাকিম মো রাগীব নূর তার এক দিন রিমান্ডের আদেশ দেন।
সোহাগকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা, যাত্রাবাড়ী থানা এসআই নাজমুল হাসান। আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।
তার বিরুদ্ধে মামলায় অভিযোগ, গত ৫ অগাস্ট সরকার পতনের দিন আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া নামে এক শিক্ষার্থী। সেদিন বিকালে ছোড়া গুলিতে তিনি আহত হন। প্রথমে মুগদা মেডিকেল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরকার পতনের পর ওই ঘটনায় গত ২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা হয়। এরপর ১১ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হন সোহাগ।
হত্যা
মামলা
সোহাগ
রিমান্ড
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর