গণমাধ্যমপ্রবাসী অনলাইন এক্টিভিস্ট ইলিয়াস হোসেনের আহ্বানে ৫ জানুয়ারি লাইভ টকশোতে সাক্ষাৎকার দেন মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম)।
মেজর ডালিমের সাক্ষাৎকার: ভিউয়ের রেকর্ড নিয়ে ভুল তথ্য প্রচার
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রবাসী অনলাইন এক্টিভিস্ট ইলিয়াস হোসেনের আহ্বানে ৫ জানুয়ারি লাইভ টকশোতে সাক্ষাৎকার দেন মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম)।
দীর্ঘদিন আত্নগোপনে থাকা এই বীর মুক্তিযোদ্ধা এই প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের ঘটনাসহ বিভিন্ন না জানা তথ্য প্রকাশ করেন। তাই জন মানুষের তীব্র উৎকণ্ঠা নিয়ে এই লাইভ অনুষ্ঠানটি দেখেন।
এরই প্রেক্ষিতে দাবি প্রচার করা হয়, “ইলিয়াস হোসাইনের লাইভ সরাসরি দেখছিলেন ৮ লাখ মানুষ। এর আগে পৃথিবীর কোনো লাইভে একসাথে এতো মানুষ যুক্ত থাকেনি। অর্থাৎ এটা বিশ্ব রেকর্ড।"
তবে রিউমার স্ক্যানার বলছে, এটি বিশ্ব রেকর্ড না। ইউটিউবে কোনো একক ইভেন্টের সরাসরি সম্প্রচার সবচেয়ে বেশি দেখার গিনেস রেকর্ডটি ২০১১ সালে ব্রিটিশ সিংহাসনের প্রতীয়মান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের বিয়ের। যার সরাসরি ভিউ সংখ্যা প্রায় ৭ কোটি।
ডালিম
ভিউ
রেকর্ড
১৪৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর