রাজধানীতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে ডেসকো'র দুই কর্মকর্তা আহত, কর্মীদের মাঝে আতংক
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ ১২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো'র দুই কর্মকর্তার ওপর নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে। সকাল ৯টার দিকে রিকশায় অফিসে যাওয়ার সময় মিরপুর ১১ নাম্বার প্যারিস রোডে এই হামলার শিকার হন তারা।
জানা যায়, সকালে ডেসকোর ইব্রাহিমপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-প্রশাসনিক কর্মকর্তা জোবাইদুল কাদরী রিপন ও তার স্ত্রী ডেসকোর মনিপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-প্রশাসনিক কর্মকর্তা মুর্তোজা জান্নাত রিকশায় অফিসের উদ্দেশ্যে রওনা হন। এসময় মুখোশধারী এক যুবক তাদের পথ রোধ করে। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই রিপনের ওপর হামলা শুরু করে। ওই সন্ত্রাসীর উপর্যুপুরি ছুরিকাঘাতে রিপন রক্তাত্ব হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার প্রাণ বাঁচাতে স্ত্রী মুর্তোজা জান্নাত ওই মুখোশধারীকে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর তাকেও ছুরিকাঘাত করতে থাকে ওই সন্ত্রাসী। এক পর্যায়ে স্থানীয়রা ছুটে এলে সে পালিয়ে যায়।
এদিকে, তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। তবে মামলা করা হবে বলে জানিয়েছেন আহতদের স্বজনরা।
অন্যদিকে, এ ঘটনাকে ঘিরে এরইমধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একজন এসে হামলা করায় আরো বেশি আলোচনা শুরু হয়েছে। অফিসের অভ্যন্তরীণ কোনো বিষয়কে ঘিরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে অনেকেই ধারণা করছেন। তবে কী সেই ঘটনা, যা হামলা পর্যন্ত গড়ালো, সেই রহস্য নিয়ে এখন চলছে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। কেউ কেউ জানিয়েছেন, এই তদন্তও করা উচিত, কেন এই হামলার ঘটনা ঘটলো।
এই হামলার ঘটনায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো'র কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। অফিসে যাওয়া আসার সময় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। একই সঙ্গে এই দুর্ধর্ষ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন ডেসকো'র সকল পর্যয়ের কর্মকর্তা কর্মচারীরা।
এবিষয়ে ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এনডিসি, পিএসসি (অব.) জানান, পল্লবী থানা কর্তৃপক্ষকে হামলার ঘটনায় নিয়মিত মামলা নিতে বলা হয়েছে। এছাড়া ডেসকো'র অভ্যন্তরীণ তদন্ত করে ঘটনা খতিয়ে দেখতে ইতোমধ্যেই নির্দেশনা প্রদান করা হয়েছে।
৩৫৯ বার পড়া হয়েছে