রাজনীতি
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে আজ বৈঠক হবে বলে জানান বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে তারেক রহমানের বৈঠক

স্টাফ রিপোর্টার
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ১২:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে আজ বৈঠক হবে বলে জানান বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে বৈঠকটি হচ্ছে আজ। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।
আগামীকাল মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা শুরু করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌছাঁবেন তিনি। সেখান থেকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
১৭২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর