সর্বশেষ

আইন-আদালত

সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীর জামিনের আবেদন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ তার জামিন নামঞ্জুর করেন। পরে কারাগারে নেয়ার সময় আদালত প্রাঙ্গণে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। 

আইনজীবীরা জানান, সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ দিঘলিয়া থানার একটি মামলায় সালাম মুর্শেদীর হাজিরার দিন ধার্য ছিল। দুপুর পৌনে ১২টার দিকে সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তা প্রহরায় জেলা কারাগার থেকে আদালতে নেয়া হয়। তার আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। এরপর আদালত থেকে কারাগারে নেয়ার সময় প্রাঙ্গণে বিক্ষুব্ধ লোকজন তাকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করেন। পরে তাকে কারাগারে নেয়া হয়। 

২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া ফেরীঘাটে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগে দিঘলিয়া থানায় এ মামলা দায়ের করা হয়। গত ২৭ আগস্ট বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে সালাম মুর্শেদীসহ ৬৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আগামী ৯ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন