সর্বশেষ

জাতীয়

সিভিল ড্রেসে ডিবি কাউকে গ্রেফতার করবে না :  স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'ডিবি সদস্যরা সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করবে না। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।' 

তিনি আরও বলেন, 'আয়নাঘর বলতে ডিবিতে কোনো কিছু থাকবে না। এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না।' 

সোমবার দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ আছে। আর সেইসব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে ‘আয়নাঘর’। জানা যায় ভুক্তভোগীদের বেশিরভাগেরই দাবি, ডিবি পরিচয়ে সাদা পোশাকধারীরাই গ্রেফতার করে নিয়ে যেতো তাদের। তুলে নেয়া সেই সব মানুষদের কেউ কেউ বহু দিন পর পরিবারের কাছে ফিরে বীভৎস নির্যাতনের বিবরণ দিলেও অনেকের খোঁজ এখনও মেলেনি। 

কারো অনুরোধ বা পরামর্শে এ ধরণের অমানবিক কাজ থেকে বিরত থাকার জন্য ডিবি পুলিশকে কড়া নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

তিনি বলেন,  'আইনের বাইরে তারা কোনো কাজ করবে না। আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দিই, তারা যেন তা না করে।'

সিভিল
 ডিবি
ড্রেস
স্বরাষ্ট্র উপদেষ্টা

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন