সর্বশেষ

সারাদেশ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়কে অবরোধ করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (রাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বনরুপা এলাকা অবরোধ করেন তারা। পরে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আড়াই ঘণ্টার পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

অবরোধের কারণে সড়কের উভয় দিকে শতশত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অনেকে পায়ে হেঁটে গন্তব্য যাত্রা শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি রাবিপ্রবির উপাচার্য পদটি দীর্ঘ পাঁচ মাস ধরে খালি রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের কার্যক্রম থেকে নতুন ভবন নির্মাণসহ নানান কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দেয়া হবে। ভিসি নিয়োগের জন্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলারও দাবি জানান শিক্ষার্থীরা।

এদিকে, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমীন আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেওয়ার পরও শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়নি। একপর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগের আশ্বাস দেন।

রাঙামাটি
বিজ্ঞান
প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থী
অবরোধ

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন