জাতীয়দেশজুড়ে শীতের দাপট কমে বেড়েছে তাপমাত্রা। কিছুটা স্বস্তি মিলেছে শীতপ্রবন এলাকার বাসিন্দাদের। তবে এমন তাপমাত্রা আরও দু-তিন দিন থাকবে। এরপর থেকে আবার শীত পড়া শুরু হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া আপডেট: আবারও আসতে পারে শৈত্য প্রবাহ
স্টাফ রিপোর্টার
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশজুড়ে শীতের দাপট কমে বেড়েছে তাপমাত্রা। কিছুটা স্বস্তি মিলেছে শীতপ্রবন এলাকার বাসিন্দাদের। তবে এমন তাপমাত্রা আরও দু-তিন দিন থাকবে। এরপর থেকে আবার শীত পড়া শুরু হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া দেশের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস; পরদিন সকালে তা দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আগামী বৃহস্পতিবারের পর দেশের দুয়েক জায়গায় শৈত্য প্রবাহ হতে পারে। এরপর দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টি হতে পারে।
১৬০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর