ঋণ জালিয়াতিতে আরও পাঁচ ব্যাংকের এমডি'র বাধ্যতামূলক ছুটি
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঋণ জালিয়াতিতে আলোচিত আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্কফোর্সের পরামর্শে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ব্যাংকগুলো হলো- এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন পেয়েছে।
আজ রোববার তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
জানা গেছে, এডিবির অর্থায়নে ৬টি ব্যাংকের ফরেনসিক অডিট শুরু করছে বিদেশি অডিট ফার্ম। স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে তারা চায় বর্তমান এমডিরা কেউ দায়িত্বে না থাকুক। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে মৌখিকভাবে বলা হয়েছে।
এর আগে, গত শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে দায়িত্ব অবহেলার অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ ছাড়ে তার দায়িত্বে অবহেলা পাওয়ায়, তিনি ৪ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন।
১৫১ বার পড়া হয়েছে