সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচন আইন-কানুনে পরিবর্তন হবে : সিইসি
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে, সেগুলো মোটামুটিভাবে যাতে অধিকাংশ বাস্তবায়ন করা যায় সেজন্য কাজ করছে সরকার।
আমাদের এখানেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রয়েছে। তারা যে সুপারিশ দেবে, তাতে আমাদের বিধিবিধান, আইন-কানুনে পরিবর্তন আনতে হবে।
রোববার (৫ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনষ্টিটিউটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ নাগরিকদের বঞ্চতা যেন ঘোচাতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে, যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে- সেটা ঘোচাতে চাই। বঞ্চনার কষ্ট দূর করতে চাই। আমাদের কমিটমেন্টে (অঙ্গীকার) অটল আছি। সবার সহযোগিতা চাই।’ আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
নাগরিকরা আগামী সংসদ নির্বাচনে যাতে অবাধে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের কমিটমেন্ট হচ্ছে- একটা অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দেওয়া- যেটা এতদিন জাতি বঞ্চিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ।
১৫৮ বার পড়া হয়েছে