আজ রাতেই বিএনপি'র স্থায়ী কমিটির সাথে খালেদা জিয়ার বৈঠক
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে আজ রাতেই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আজ রোববার রাত ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে আগামী মঙ্গলবার রাতে রওনা হওয়ার কথা রয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, তিনি প্রায় দুই মাস লন্ডনে অবস্থান করবেন। লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরাহ পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের নানা জটিলতায় ভুগছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থায় থাকলে ৭ জানুয়ারি লন্ডনে যেতে পারেন। জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে তার চিকিৎসক দল জানিয়েছে।
গত বছর ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার লিভার ও পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে একটি বিশেষ পদ্ধতি (টিআইপিএস) সম্পন্ন করেছিলেন।এই সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল যাবেন। এতে থাকবেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপি নেতৃবৃন্দ, ব্যক্তিগত কর্মী এবং দুইজন গৃহকর্মী।
১১২ বার পড়া হয়েছে