অর্থনীতিসার্ভার ত্রুটির কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার বেলা পৌনে ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে।
কিছুক্ষণ বন্ধ থাকার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সচল
স্টাফ রিপোর্টার
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ ৬:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সার্ভার ত্রুটির কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার বেলা পৌনে ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে।
দুপুর ১২টার পর কিছুটা লেনদেনে নিম্নমুখী ধারা দেখা গেছে।
তবে ঢাকার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু ছিল।
এ সময় ১১৪ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির বিপরীতে হারিয়ে কেনাবেচা হচ্ছিল ১২২টি এবং দর অপরিবর্তিত অবস্থায় ছিল ৬৯টি।
বাজার মূল্য সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট হারিয়ে অবস্থান করছিল ৫১৯৫ পয়েন্টে। এ সময় পর্যন্ত ৫৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
আজ লেনদেন শুরু বিলম্ব হওয়ার কারণে লেনদেন শেষ হওয়ার সময় ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বাদে বাকি পাঁচদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়। মোট সাড়ে চার ঘণ্টার লেনদেন শেষ হয় দুপুর আড়াইটায়।
ঢাকা
স্টক
এক্সচেঞ্জ
লেনদেন
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর