সার্ভার ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন আপাতত বন্ধ
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বন্ধ আছে। বেলা ১১টা ৩০ মিনিটেও লেনদেন শুরু করতে পারেনি স্টক এক্সচেঞ্জটি।
ডিএসইর ওয়েবসাইটে এক ঘোষণায় বলা হয়েছে, অপ্রতাশিত কারণে সকাল ১০টায় লেনদেন শুরু সম্ভব হয়নি। সমস্যার সমাধান হলে লেনদেন শুরুর সময় জানানো হবে। তবে ঢাকার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু আছে।
ডিএসইর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সমকালকে জানান, সার্ভার ত্রুটিতে লেনদেন বিঘ্নিত হলেও যে ১২ ব্রোকারেজ হাউসের নিজস্ব ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) রয়েছে, চাইলে তাদের জন্য লেনদেন ব্যবস্থা খুলে দেওয়া সম্ভব। যেহেতু সিংহভাগ ব্রোকারেজ হাউস লেনদেন করতে পারবে না, তাই পুরো লেনদেন বন্ধ রয়েছে।
এদিকে গুঞ্জন আছে, সাইবার আক্রমণে ডিএসইর লেনদেন বন্ধ হয়েছে।
জানতে চাইলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান সমকালকে বলেন, ঠিক ধরনের কারিগরি ত্রুটিতে লেনদেন বন্ধ রয়েছে, তা খুঁজে দেখা হচ্ছে।
সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বাদে বাকি পাঁচদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়। মোট সাড়ে চার ঘণ্টার লেনদেন শেষ হয় দুপুর আড়াইটায়।
১১২ বার পড়া হয়েছে