সেঞ্চুরির পর সেঞ্চুরি, আউট না হয়ে ৫৪২ রান, নায়ার গড়লেন বিশ্বরেকর্ড
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
একটানা চার ম্যাচে অপরাজিত থাকার পর রেকর্ড ৫৪২ রান করে অবশেষে পঞ্চম ম্যাচে আউট হয়েছেন ভারতের এই ডানহাতি ব্যাটার করুন নায়ার।
৫০ ওভারের ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড এখন নায়ারের দখলে। পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরির মাধ্যমে তিনি ৫৪২ রান করেছেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন মাইলফলক।
বিদর্ভের হয়ে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিপক্ষে এই অসাধারণ যাত্রার শুরু। প্রথম ম্যাচে নায়ার খেলেন ১১২ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড়ের ৮১ রানের লক্ষ্য তাড়া করতে নায়ার অপরাজিত থাকেন ৪৪ রানে। এরপর চণ্ডীগড়ের বিপক্ষে ক্যারিয়ারসেরা ১৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন।
গত ৩১ ডিসেম্বর তামিলনাড়ুর বিপক্ষে নায়ার তুলে নেন আরও একটি সেঞ্চুরি, করেন ১১১ রান। আর ২০২৪ সালের প্রথম ম্যাচে উত্তর প্রদেশের বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলার পর আউট হয়ে শেষ হয় তার অপরাজিত থাকার অসাধারণ যাত্রা। তবে এর আগেই রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।
১২৩ বার পড়া হয়েছে