সর্বশেষ

বিনোদন

রাজধানীর বেসরকারি হাসপাতালের আইসিইউতে মুশফিক আর ফারহান  

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান।

শুক্রবার রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেয়া হয়। হাসপাতাল থেকে অভিনেতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক দীপু হাজরা। তবে অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে। 

তিনি জানান, জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আরেকটি হাসপাতালে নেয়া হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।

চিকিৎসকের বরাত দিয়ে নির্মাতা দীপু হাজরা জানান, বড় ধরনের বিপদ এড়াতে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) তার চিকিৎসা চলছে। এখন তার অবস্থা অনেকটা ভালো। দুই এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হবে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

এদিকে আজ অভিনেতা মুশফিক আর ফারহান একটি নাটকের শুটিং ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে।

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন