সর্বশেষ

অপরাধ

পুলিশের অভিযানে মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫০ যানের বিরুদ্ধে মামলা, ৫টি জব্দ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এক্সপ্রেসওয়েতে ঘন ঘন দুর্ঘটনার কারণে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন এ অভিযান পরিচালনা করে।

ফিটনেস ও লাইসেন্সবিহীন, বেপরোয়া গতিতে চলাচলের অপরাধে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ।

পাশাপাশি সংশ্লিষ্ট কাগজপত্র না থাকায় চারটি বাসসহ পাঁচটি যান জব্দ করা হয়েছে।

শুক্রবার মধ্য রাত থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া।

এক্সপ্রেসওয়েতে ঘন ঘন দুর্ঘটনার কারণে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন আকস্মিক এ অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।

অভিযানে হাইওয়ে পুলিশের আটটি টহল, মুন্সীগঞ্জ জেলা পুলিশের তিনটি টহল ও র‍্যাব-১০ এর একটি টহল দল অংশ নেয়।

ডিআইজি আকতারুজ্জামান বলেন, ধলেশ্বরী টোল প্লাজা পয়েন্টে যানবাহনে কাগজপত্র চেক করা হয়। এসময় চারটি বাস ও একটি মোটরসাইকেলের কোনো প্রকার কাগজপত্র না থাকার কারণে জব্দ করা হয়।

পরে পুলিশ জব্দ করা বাসগুলোর যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করে বলেও জানান তিনি।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন