বিয়ে করছেন তাহসান, কিন্তু বৌ-টা কে?
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের বিয়ের খবরটা ভাইরাল হয়ে গেছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গেই বিয়ে। মুহূর্তের মধ্যেই জানাজানি হয়ে গেলো তাদের বিয়ের কথা।
কিন্তু শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তাহসিন কথা বললেন গণমাধ্যমের সাথে। জানালেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
মিথিলার সাথে বিচ্ছেদের পর থেকেই সবার চোখ তাহসানের দিকে। আবার কবে বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন- এসব নিয়ে নেটিজেনদের কৌতুহলের শেষে নেই। এভাবেই চলে গেল ৮ বছর।
জানা গেছে, মেকওভার আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে তাহসান খান জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছেন।
শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজা আহমেদের বিয়ের আয়োজনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে নেটিজেনদের মধ্যে উত্তেজনা ও ভালোবাসার ঢল নেমেছে। বিশেষ করে, রোজাকে তাহসানের পাশে দেখে ভক্তরা আপ্লুত ও আবেগে ভাসছেন।
তাহসান খান গণমাধ্যমে জানান, তার স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন। স্নাতক শেষ করার পর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন "রোজাস ব্রাইডাল মেকওভার।" তাহসান আরও জানান, রোজা একজন উদ্যোমী ও সফল উদ্যোক্তা।
প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে রোজা আহমেদ। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয়।
তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে। কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীতযাত্রা শুরু করেছিলেন। এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত।
এর আগে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।
১২৯ বার পড়া হয়েছে