সর্বশেষ

আন্তর্জাতিক

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে নববর্ষে ব্যাপক বিক্ষোভ তুরস্কে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতে নববর্ষের দিনে তুরস্কের ইস্তাম্বুলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভ থেকে গাজায় ইসরাইলি নিষ্ঠুরতা প্রতিবাদ ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। এতে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফজর নামাজের পর তুর্কি ও ফিলিস্তিনের পতাকা নিয়ে গালাতা সেতুতে জড়াে হয়।  এরপর মসজিদ থেকে ঐতিহাসিক উপদ্বীপ জুড়ে মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা চলমান নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের দাবি এবং ইসরাইলি গণহত্যার অবসানের জন্য প্রার্থনা করেন।

বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। গালাল সেতুর মাঝখানে সেখানে একটি বিশাল ব্যানারে তুর্কি ও ফিলিস্তিনি পতাকাসহ লেখা ছিল ‘গাজায় গণহত্যা বন্ধ করুন।’ বিক্ষোভকারীদের অনেকে নৌকাও সাগর থেকে প্রতিবাদে সমর্থন জানায়।

অনুষ্ঠানে বেশ কিছু তুর্কি ও বিদেশী এনজিও সদস্য এবং মানবাধিকার কর্মী বক্তৃতা দেন। বিক্ষোভকারীরা ‘খুনি ইসরাইলকে জবাবদিহি করতে হবে’ এবং ‘শহিদরা মরে না’ স্লোগান দেয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং অন্তত আরও ১ লাখ মানুষ আহত হয়েছেন।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন