সর্বশেষ

সারাদেশ

নাটোরে বর্ষবরণের সময় পা পিছলে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সঙ্গে বর্ষবরণের সময় পা পিছলে ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।

নিহত ইসতিয়াক হোসেন (১৬) বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতের বাবা ইকবাল হোসেন বলেন, “ইসতিয়াক থার্টিফার্স্ট নাইট পালনের জন্য তার বন্ধু অনির বাড়ি গিয়েছিল। সেখানে অনির দাদা শফিউল্লাহ ওরফে শফি ইঞ্জিনিয়ারের বাড়ির তিন তলায় বন্ধুদের সঙ্গে গান-বাজনা ও খাবারের আয়োজন করে।

“রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নাটোর
স্কুলছাত্র
মৃত্যু

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন