পদোন্নতি পেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব হলেন নিজাম উদ্দিন
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দক্ষ ও নিষ্ঠাবান অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জামিলা শবনম সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জনস্বার্থে দ্রুত কার্যকর করার কথা বলা হয়। এ নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘ তিন মাস পর সচিব পেল স্থানীয় সরকার বিভাগ।
এর আগে গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
ওই সময় থেকে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সেখানে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে পরিকল্পনা কমিশনের সদস্যরা করা হয়েছে।
জনপ্রশান মন্ত্রণালয় রোববার এ নিয়ে আলাদা প্রজ্ঞাপন দিয়েছে।
এছাড়া সচিব নেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সেতু বিভাগেও। একটি মন্ত্রণালয়ের সচিব একটি বিশেষ গুরুত্বপূর্ণ। পদ। যার তদারকিতে ওই মন্ত্রণালয় বা বিভাগের কাজ তরান্বিত হয়, গতিতে থাকে। গত কয়েক মাস এই সকল মন্ত্রণালয়গুলোতে সচিব না থাকায় কাজে ধীরগতি নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা
১৪৯ বার পড়া হয়েছে