বান্দরবান বক্সিং একাডেমির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান বক্সিং ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী শুকবার (২৭ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। ক্লাবের সদস্যরা এবং বিভিন্ন ক্রীড়াপ্রেমী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচিতে বক্সিং প্রশিক্ষণের প্রদর্শনী, ক্লাবের বিভিন্ন সাফল্য তুলে ধরা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ আয়োজনে সভাপতিত্ব করেন বান্দরবান বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা প্রফেশনাল বক্সার এবি সিদ্দিক।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলোয়াতের পর বান্দরবান জেলার বক্সিং ক্লাবের সদস্য হ্যারি শংকর ধর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বান্দরবান জেলা ক্রিয়া সম্পাদক মুজিবুর রশিদ। তিনি তার বক্তৃতায় বলেন, বান্দরবান বক্সিং ক্লাব এই অঞ্চলের ক্রীড়া অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতে আরও উন্নতমানের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আমাদের যুবসমাজকে সঠিক পথ দেখানো হবে।
বিশেষে অতিথি বান্দরবান দুনীতি কমিশন অং চ মং মার্মা, বান্দরবান ফুটবল খেলার সমিতি সাধারণ সম্পাদক রফিকুল আলম, প্রফেশনাল বক্সার এবি সিদ্দিক, এবং লিমা ত্রিপুরা ,বান্দরবান পার্সভিয়ারেন্স কোচিং হোমের পরিচালক, বান্দরবান বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টের হ্যারি শংকর ধর এবং পার্সভিয়ারেন্স সহপরিচালক এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় বিবিএ ডিপার্টমেন্ট মো. আরিফ, বান্দরবান বিদ্যাপীঠ কোচিং হোম পরিচালক পার্থ ধর এবং সহপরিচালক হারুন সালেহীনসহ অন্য অন্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৯ম তম উপলক্ষে কেক কাটা আয়োজন করা হয়, যেখানে ক্লাবের পুরনো ও নতুন সদস্যরা একত্রিত হয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বান্দরবান বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা প্রফেশনাল বক্সার এবি সিদ্দিক বলেন, "আজকের এই দিন আমাদের জন্য বিশেষ। আমরা ৯ বছর ধরে ক্লাবটির কার্যক্রম চালিয়ে আসছি এবং ভবিষ্যতেও এই ক্রীড়া ক্ষেত্রকে আরও বিকশিত করার জন্য কাজ করে যাব।"
আলোচনা সভার পরে বক্সিংদের বরণ করে নেওয়া হয় এবং ক্লাবের সদস্যদের সাথে কেক কাটা এবং সদস্যদের গ্রুপ ছবি তোলা মধ্য দিয়ে অনুষ্ঠানে মূল কার্যক্রমের সমাপ্তি ঘটে।
১৬৫ বার পড়া হয়েছে