পাহাড়ে আগুনে পুড়লো ১৭ ঘর, যাদের সন্দেহ করছেন ভুক্তভোগীরা
বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের লামা উপজেলায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়েছে ১৭টি বসতঘর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে বড়দিন উপলক্ষে প্রার্থনা করতে গিয়ে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি কাঁচা বসতঘর দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্তরা।
সূত্র জানায়, গত তিন মাস আগে লামা ও পাশের আলীকদম উপজেলা থেকে ১৯টি ত্রিপুরা পরিবার পূর্ব বেতছড়া পাড়ায় বসবাস শুরু করেন। মঙ্গলবার রাতে, যখন পাড়াবাসী পাশের টংগঝিরি পাড়ার গির্জায় বড়দিনের প্রার্থনায় গিয়েছিলেন, তখন দুর্বৃত্তরা পাড়ার কাঁচাঘরগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে ১৭টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রুপায়ন দেব, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনামুল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর পাড়ার বাসিন্দা গুংগা মনি ত্রিপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এতে তিনি স্টিফেন ত্রিপুরাসহ পাঁচজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে পাড়াবাসীকে হুমকি দিচ্ছিলেন এবং অর্থ দাবি করছিলেন।
পাড়াবাসী জানিয়েছে, তাদের অভিযোগে দায়ী গ্রুপের সদস্যরা গত এক মাস ধরে অস্ত্রের ভয় দেখিয়ে অর্থ আদায় করতে চেয়েছিল। দাবিকৃত অর্থ না দেওয়ায় তারা পাড়ার ১৭টি ঘরে আগুন ধরিয়ে দেয়।
এদিকে, অভিযুক্ত স্টিফেন ত্রিপুরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
লামা থানার তদন্ত কর্মকর্তা এনামুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
১০৫ বার পড়া হয়েছে