বান্দরবানে আনন্দময় পরিবেশে বড়দিনের উদযাপন
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ ৭:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মালম্বীরা যীশু খ্রিস্টের জন্মদিন স্মরণে বড়দিন উদযাপিত হয়েছে। সকাল থেকেই গির্জায় সমবেত হন নারী, শিশু ও পুরুষেরা। এসময় আগামী দিনের সুখ শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন তারা।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বড়দিন উপলক্ষ্যে সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গির্জা ও ফাতেমা রাণী ক্যাথলিক গির্জায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।
সমবেত প্রার্থনা শেষে সকলে মিলে মিলিত হয় যীশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন ও এসময় প্রার্থনা প্রদান করেন বান্দরবান ফাতেমা রাণী গীর্জায় ফাদার সুধীর দাস( সি.এস.সি) পাল পুরোহিত।
জেলায় বম, ত্রিপুরা, খিয়াং, খুমি, লুসাই, ম্রোসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধর্মীয় অন্যতম উৎসব বড়দিন বা ক্রিস্টমাস উদযাপন করে থাকেন। এদিনে গির্জায় বড়দিনে ধর্মীয় গান পরিবেশনা করা হয়। গানের সুরে সুরে মেতে উঠেন খ্রিষ্ট ধর্মালম্বীরা।
খ্রিস্টধর্মাবরম্বীদের মতে, এদিনে জেরুজালেম বেথলেহেম শহরে এক গরিব পরিবারে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয় খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। এরপর থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রতিবছর ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করে থাকেন।
১২৯ বার পড়া হয়েছে