সাহিত্যএবার বেতন পেয়ে মহাকাশ যাবার যান ভাড়া করব,
নেশা
জাগ্রত (মুনতাসির তুষার)
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এবার বেতন পেয়ে মহাকাশ যাবার যান ভাড়া করব,
চলে যাব তোমাদের সব কোলাহল ছেড়ে,
রেখে যাব সব স্বপ্ন এ নগরীতে।
আর আমি উপর থেকে দেখব তোমাদের সঞ্চিত সবকিছু,
দেখব তোমাদের বড় বড় দালান,
তোমাদের অভিনয় বড় হবার,
রং বে-রঙের স্বার্থের ভালোবাসা, অনুনয়, প্রণয়।
তোমরা বড় হতে হতে এক সময়
আকাশ ছিড়ে আবার উপরে চলে এসো না,
পরে নিচে তাকালে ভয় পাবে।
এ শহরের মাঝে লুকিয়ে আছে অদ্ভুত এক নেশা,
যা সবাইকে উন্নতভাবে গ্রাস করে নিচ্ছে দিন দিন।
কেউ খেয়াল করছে না কিছুই।
উন্নতির পতাকা ঝুলছে সবার বুকে,
কিন্তু, মস্তিষ্কে মনে হচ্ছে কারো স্বস্তি নেই।
আমি দেখছি- আর মনে মনে বাহবা দিচ্ছি। বাহ বাহ!
স্বপ্নগুলো মুমূর্ষু প্রায়।
জাগ্রত
মুনতাসির তুষার
নেশা
১৯০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর