মানুষই মানুষের ঔষধ
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানুষই মানুষের ঔষধ
কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়.!
ভালোবাসার অপর নাম প্রায়রিটি
প্রায়রিটি নামক জিনিসের উপর ভালোবাসা টিকে থাকে,,,
একটা মানুষ বাঁচতে গেলে কি চায়?
মানসিক শান্তি; এটাই আগে খুঁজে, মানসিক শান্তি না পেলে মানুষ নিজেকে আড়াল করে ফেলে, কেউ নিজেকে আড়াল করতে না পারলে, নিজের আবেগ বিবেগ এর কাছ থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে,
কেউ ১৭ বছর এর সংসার বা ২৪ বছর এর সংসার টা কেউ প্রাধান্য না দিয়ে ডিভোর্স এর মতো একটা বিশাল শব্দ টাকে বেছে নেয়
ভালোবাসা টাকে আগলে রাখতে হবে,যত্নে রাখতে হবে, একটা সম্পর্কের মধ্যে বন্ধুত্ব না থাকলে, সম্মান না থাকলে সেখানে ভালোবাসা থাকবে না।
কিছু মানুষ থাকে ১ম কাউকে রেখে ২য় জন কে বেছে নেয় ভালোবাসে, কিন্তু ২য় জনের সাথেও সেই টক্সিক সম্পর্ক, তার মানে তোমার নিজের মধ্যে সমস্যা,
কাউকে ভালোবাসলে তাকে সম্মান করো আগে, এরপর ভালোবাসো,
মুখের ভাষা,ব্যবহার যদি ভালো না হয়,গায়ের রং ফর্সা আর দামী পোশাক পরে লাভ কি? মাকাল ফল এর মতো!
একজন সুদর্শন পুরুষ পাওয়ার চেয়ে,
একজন যত্নবান পুরুষ পাওয়া সৌভাগ্যের ব্যাপার !
লেখাপড়া করে কিছু সার্টিফিকেট পাওয়ায় যায় এর মানে এই না সে শিক্ষিত, শিক্ষা তো তার ব্যবহার এ!
কাউকে ভালোবেসে তাকে মানসিক শান্তি না দিয়ে, মানসিক পাগল বানানো এটা কি ভালোবাসা?
সবটুকুন আত্মসম্মান বিসর্জন দিয়েও যখন বিপরীত দিক থেকে অল্প কিছুও ফেরত পাওয়া যায় না, তখন রুহু'টাই মৃত হয়ে যায়। মনে হয় নিজেই নিজেকে ঠকাচ্ছি। ঘৃণার পাত্র বানাচ্ছি।
তিল তিল করে গড়ে উঠা ভরসা করার জায়গাটা, সমস্ত ভয় কাটিয়ে তৈরি হয় শক্তপোক্ত বিশ্বাসটা, ভেঙেচুরে যাবার পর ওই মানুষটার প্রতি আগের মতো অনুভূতি, শ্রদ্ধাবোধ, মায়া কোনোটাই থাকে না। যে ভালোবাসার মানুষ জীবন সুন্দর অনুভব করানোর পরিবর্তে জীবন নরক বানিয়ে ফেলে সে ভালোবসার মানুষ থাকার চেয়ে না থাকাই শ্রেয়।
মনে রাখা ভালো—
কোনো কোনো ভালোবাসার মানুষ,
হৃদয়ে থাকাই সুন্দর, জীবনে থাকাটা নয়।
নোংরা মানুষ এর জায়গা কোথাও হয় না।
আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।
১৬৯ বার পড়া হয়েছে