স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে বিজেসি: ফাহিম আহমেদ
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ ২:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেছেন, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে বিজেসির পঞ্চম সম্প্রচার সম্মেলনে আহ্বায়কের বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ফাহিম আহমেদ বলেন, বিগত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আমলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। অনেক সাংবাদিককে তখন গ্রেফতার হতে হয়েছে। এখনও যখন সাংবাদিকদের কাজের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠে আসে, এখনও যখন সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা হয়; তখন সাংবাদিক হিসেবে আমরা আতঙ্কিত হই। আমরা ভয় পাই। আমরা এই অবস্থার অবসান চাই।
বিজেসির পঞ্চম সম্প্রচার সম্মেলনের আহ্বায়ক বলেন, আমরা যদি এবার গণমাধ্যমের সংস্কার দেখতে পারি, আমরা যদি দলীয় লেজুড়বৃত্তির বাইরে যেতে পারি, তাহলেই কেবল বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করার সুযোগ পাবে। তারা হৃত মনোবল ফিরে পাবে। আমরা শুধু সাংবাদিকতাই করতে চাই।
তিনি আরও বলেন– ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়ে আজ পরিবর্তনের সুযোগ এসেছে আমাদের কাছে। এই পরিবর্তন হোক চিন্তা, সংস্কৃতি, নীতি ও কাঠামোগত সংস্কারে। তথ্যপ্রবাহের অবাধ অধিকার রক্ষায় সকল সাংবাদিক ও নাগরিকের ঐক্য জরুরি বলে আমরা মনে করি। পরিবর্তনের এই কর্মযজ্ঞে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
এর আগে, প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমানসহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
‘সংস্কার সুরক্ষা স্বাধীনতা’ এই প্রতিপাদ্যে চলছে এবারের আয়োজন। গণমাধ্যমের সংস্কার ও স্বাধীনতা এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় এবারের সম্মেলন ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকেরা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। নীতিনির্ধারক, গণমাধ্যম ব্যক্তিত্বসহ সম্প্রচার সংবাদ শিল্পের সংশ্লিষ্টজনেরা এই আয়োজনে উপস্থিত আছেন।
১৫৩ বার পড়া হয়েছে