সর্বশেষ

সাহিত্য

অন্ধকারের আলো

মোঃ জাকির হোসেন সরকার
মোঃ জাকির হোসেন সরকার

বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আলো শুধু দেখতে সাহায্য করে তা নয়
বাধাও সৃষ্টি করে।
সূর্যের আলোতে শত সহস্র তারা লুকিয়ে পড়ে
কিন্তু অস্তিত্বহীন হয় না কখনো।

দিনের আলো যেমন সত্য, তেমনই রাতের অন্ধকার।
নিকষ কালো অন্ধকারে ব্রহ্মাণ্ডের ওপারে থেকে,
তারাগুলি মিটমিট করে হাসতে থাকে, পথ দেখায়।
স্বল্প দূরত্বের জন‍্য আলোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
কিন্তু যদি হয় একটু দূরে অথবা সুদূর অতীতে,
অথবা অনাগত কোন ভবিষ‍্যতে?
চোখ বন্ধ করলেই তো পরিষ্কার দেখা যায়
সেখানে কিন্তু আলো পৌঁছাতে পারে না।
যদি বলা যায় আলোর ক্ষমতা নিতান্তই সামান‍্য এবং সাময়িক
তাহলেও মনে হয় খুব বেশি ভুল হবে না।
যে আলোয় আমরা আলোকিত বলে দাবী করি
তার সংস্পর্শ সাময়িক ত‍্যাগ করে দেখলে ক্ষতি কি
দূরের কোন মহাজাগতিক রশ্মি ধরাও তো দিতে পারে।

অন্ধকারের আলো
মোঃ জাকির হোসেন সরকার

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন