সাহিত্যআমার খেয়ালী ভাবনায়
ভবঘুরে
দাইয়ান কুূদ্দুস
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
আমার খেয়ালী ভাবনায়
স্বপ্নের জাল বুনি;
আমার চিন্তা চেতনায়
মহাগ্রন্থের প্রতিধ্বনী শুনি।।
আমার অবুঝ মনের সবুজ বনায়নে
সঞ্চার ঘটে সঞ্জিবনী;
আমার উদাসী মনবাতায়নে
কবিতার বাণী চিরঞ্জীবিনী।।
ভবঘুরে
দাইয়ান কুূদ্দুস
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(1)
আলোচিত খবর
এলাকার খবর