সর্বশেষ

সাহিত্য

মনে পড়ে?

তানিয়া সুলতানা
তানিয়া সুলতানা

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মনে পড়ে?
সেই যে খদ্দের হয়ে সঙ্গী খোঁজার খেলা?
অন্ধকার ব্রীজের এক পারে তুমি
আর একপারে জোয়ান খোঁজায় ব্যস্ত আমি।

মনে পড়ে তোমার?
১ লাখ আর ১০০ টাকার বাজী
আমি কিন্তু জিততুম প্রতিবার।
টাকার হিসাবটা তুমি এলে করে নেবক্ষণ এইবার।

মনে পড়ে ?
শাড়ীর কুচি ঠিক করতে করতে বলতে যখন
বল্ , তোকে এতো যত্ন করে ভালবাসবে কে?

মনে পড়ে ?
ভোরের অপেক্ষায় দুজন।
তুমি করিডোরে বসে পথের পানে চেয়ে
আর আমি দুরু দুরু বুকে
সেবার খুব খেপেছিলে ,
তোমার দেয়া জলপাই রঙের শাড়ীটা পরি নি বলে।

তোমার মনে পড়ে জান?
তোমার চোখের জলের কবিতাগুলো
আমাকে পড়াতে।

আমার চোখের জলের কবিতাগুলো তোমার কাছে
হাওয়ারা নিয়ে যাচ্ছে। তুমি পড়ে নিও।
তবে আর কেঁদো না।

তোমার কিচ্ছু মনে পড়ে না
তুমি শুধু সবাইকে মনে করিয়ে যাচ্ছ
আর দূর থেকে হাসছ
সবাই তোমার স্বভাবে আবিষ্ট দেখে।

(কবি মাহবুবুল হক শাকিলের ৮ম প্রয়াণ দিবস উপলক্ষে এই কবিতাটি)

মনে পড়ে?
কবি মাহবুবুল হক শাকিল
তানিয়া সুলতানা

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন