সর্বশেষ

সাহিত্য

প্রেম থাকবে রটে

কামরুজ্জামান সাঈদী সোহাগ
কামরুজ্জামান সাঈদী সোহাগ

বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কতোদিন তোমায় দেখিনা
তুমিও আমায় চেয়ে দেখো না
কতোদিন বৃষ্টি হয় না
মেঘ ও অন্ধকারে গর্জে উঠেনা!

কতোদিন আকাশ কুসুম স্বপ্নে ভাসিনা,
দূর্বা ঘাসের বুকে শিশির মারানো হয় না,
ভোর বেলাতে শীতল হাওয়ায় গা ভাসাই না,
কতোদিন যাইনি শিউলি তলায় ফুল তুলিনি!

কতোদিন হয়না কথা তোমার সঙ্গে তবু তোমায় ভূলিনা,
কতোদিন পথের পানে চেয়ে থাকা নেইকো দেখা,
কতোদিন হয়নি বলা তোমায় ছাড়া নেইকো ভালো
কতোদিন আছি আলোক ছাড়া সবই কালো।

কতোদিন সন্ধ্যা হলে কানামাছি খেলা হয়না দেখা,
এ বুঝি দিনে দিনে নেইকো সখ‍া আবেগ মাখা,
কতোদিন অজানার পথে তোমার সাথে হয়নি ছোটা।
তবুও মুখে মুখে আমাদের প্রেম থাকবে রটে।

প্রেম থাকবে রটে

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন