সাহিত্যযার কাছে তোমার অনুভূতি শূন্যে
অনুভূতি
দাইয়ান কুদ্দুস
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যার কাছে তোমার অনুভূতি শূন্যে
কেন মিছে তারে খোঁজো হয়ে হন্যে?
কখনও যদি বলে কেমন আছো?
ভালো নেই না বলে,
বলে দাও- ভালো আছি।
যে তোমাকে বুঝে
শুধু তাকেই বলো- ভালো নেই তুমি বিহনে।
তোমার অস্তিত্বে যার অনুভব
শুধু তাকেই বলো-
"তুমি আমার, পাই বা না পাই মিশে আছো তুমি নিঃশ্বাসে- প্রশ্বাসে-বিশ্বাসে।
আর কিছু নেই আমার চাওয়ার।
দাইয়ান কুদ্দুস
অনুভূতি
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(1)
আলোচিত খবর
এলাকার খবর