রূপচর্চা
চুলে তেল দেওয়া উচিত কি না? সঠিক নিয়ম জানুন
অনেকে চুলে তেল দিতে অনীহা বোধ করেন—কারো কাছে অস্বস্তিকর লাগে, কেউ ভাবেন এতে স্মার্টনেস নষ্ট হয়।
তারকাদের স্টাইল: রূপচর্চার ১০টি সেরা বিউটি হ্যাক
নিজেকে সুন্দর রাখার জন্য সবাই কিছু না কিছু করেন। কিন্তু সিনেমা, মডেলিং কিংবা গ্ল্যামার দুনিয়ার তারকাদের রূপচর্চায় থাকে একটু বেশি যত্ন আর সচেতনতা। কী করেন তারা?
রূপচর্চায় সহজ ৫টি কার্যকরি টিপস
১. ডার্ক সার্কেলের জন্য গ্রিন টি ম্যাজিক
চোখের নিচে কালি দূর করতে গ্রিন টি হতে পারে দুর্দান্ত এক ঘরোয়া সমাধান। দুইটি গ্রিন টি ব্যাগ গরম পানিতে চুবিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন ২০ মিনিট। এরপর ঠান্ডা ব্যাগ দুটি চোখের ওপর ১৫ মিনিট রেখে দিন। নিয়মিত করলে ক্লান্ত চোখ ফিরে পাবে সতেজতা।