সর্বশেষ

রাজনীতি

ভারত হাসিনাকে আশ্রয় দিলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: নাহিদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখে, তবে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, যতদিন ভারত হাসিনাকে আশ্রয় দেবে, ততদিন বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক শীতলই থাকবে। ভারত এই অবস্থানে থেকে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, একদল সংস্কার প্রক্রিয়া ভেস্তে দিতে চাইছে, আরেক দল নির্বাচন পেছাতে আগ্রহী। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট নির্বাচনের দিনই অনুষ্ঠিত হলেও সমস্যা নেই।

তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে কেউ না থাকলে তাদের সঙ্গে জোট গঠন সম্ভব নয়। সরকারের ওপর একটি দলের প্রভাবের কারণে বাস্তবায়ন আদেশের টেক্সট বারবার পরিবর্তন করা হয়েছে।
তিনি জানান, বাস্তবায়ন আদেশের প্রথম খসড়ায় ২৭০ দিন পর সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার যে বিধান ছিল, এনসিপি সেটির পক্ষে। এ বিধান পরিবর্তন হলে আদেশের প্রতি দলের সমর্থন পুনর্বিবেচনা করা হবে।

প্রতীক ইস্যুতে নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, নতুন দল হিসেবে আমাদের সহযোগিতা না করে বাধা সৃষ্টি করা হচ্ছে। শাপলা কলির প্রতীকটি এক মাস আগেই দেওয়া যেত, আমরা সেটিই চাই।

গণভোট নির্বাচনের আগে না পরে হবে, সেটি বড় বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি। তবে তিনি বলেন, জুলাই সনদ অবশ্যই ড. ইউনূসকে জারি করতে হবে। প্রেসিডেন্ট যদি এতে স্বাক্ষর দেন, তা সংস্কারের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন