সর্বশেষ

জাতীয়

লং মার্চ টু যমুনা : এবতেদায়ী শিক্ষকদের কর্মসূচি আটকাল পুলিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাঁচ দফা দাবিতে রাজধানীতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা রাজধানীর কদম ফোয়ারা এলাকায় পুলিশ আটকে দিয়েছে।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে অল্প সময়ের মধ্যেই পুলিশি বাধার মুখে পড়ে তারা। এরপর কদম ফোয়ারা এলাকায় শিক্ষক ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়।

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম জানান, “আমরা দুপুর ২টার দিকে যমুনার দিকে রওনা দিলে পুলিশ আমাদের কদম ফোয়ারার সামনে আটকে দেয়। এখানেই আমরা অবস্থান নিয়েছি, জোহরের নামাজও আদায় করেছি। সরকারের প্রতি আহ্বান— বছরের শুরুতে দেওয়া জাতীয়করণের আশ্বাস দ্রুত বাস্তবায়ন করুন এবং আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন।”

গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এবতেদায়ী শিক্ষকরা। তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

১. চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন।
২. কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পাঠানো ১,০৮৯টি প্রতিষ্ঠানের এমপিও নথির দ্রুত অনুমোদন।
৩. অনুদানবিহীন স্বীকৃত এবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।
৫. এবতেদায়ী মাদ্রাসার জন্য পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা।

 

ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আলিয়া মাদ্রাসা পদ্ধতির প্রথম ধাপ হিসেবে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এবতেদায়ী মাদ্রাসাগুলো চার দশক ধরে অবহেলায় পড়ে আছে বলে অভিযোগ শিক্ষকদের। তারা জানান, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে অনেক শিক্ষক অবসর জীবনেও মানবেতর দিন কাটাচ্ছেন।

এর আগে গত জানুয়ারিতে এবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন মাদ্রাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস. এম. মাসুদুল হক। তবে ঘোষণার বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা ফের রাজপথে নামেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন