খেলা
মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে ইন্টার মায়ামি ২-১ গোলে হেরেছে ন্যাশভিল এফসির কাছে।
মেসির শেষ মুহূর্তের গোলেও হেরেছে ইন্টার মায়ামি
স্পোর্টস রিপোর্টার
রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৫:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে ইন্টার মায়ামি ২-১ গোলে হেরেছে ন্যাশভিল এফসির কাছে।
রবিবার (২ নভেম্বর) ন্যাশভিলের ঘরের মাঠে খেলায় ফ্লোরিডার ক্লাবটির শেষ মুহূর্তের লিওনেল মেসির গোলই ব্যবধান কমাতে পারে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ন্যাশভিল। নবম মিনিটে পেনাল্টি থেকে দলের জন্য প্রথম গোল করেন স্যাম সারিজ। এরপর বিরতির আগে জশ বাউয়েরের জোড়া গোলে হানিমুখতারের কর্নার কিকে পায়ে লাগিয়ে গোল করেন এই মার্কিন সেন্টার ব্যাক। ৪৫ মিনিটে স্বাগতিকরা ২-০ লিড নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত সমতা আনতে পারেনি মায়ামি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে মেসি একটি গোল করলে ব্যবধান কমে মাত্র ২-১।
এই জয়ের ফলে তিন ম্যাচের প্লে অফ সিরিজে সমতা ফেরাল ন্যাশভিল। সিরিজের চূড়ান্ত নির্ধারণী ম্যাচ হবে আগামী শনিবার (৮ নভেম্বর) ফোর্ট লডারডেলে, বাংলাদেশ সময় রাত ১১টায়।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর